টাংগাইলের সখীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডে বসতবাড়ী, আসবাবপত্র, স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (১২ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ক্যাপ্টেমমোড় এলাকায় ওমর ফারুকের বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। ততক্ষণে ওমর আলীর বসতবাড়ির সবগুলো ঘর, ঘরের আসবাবপত্র,স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ পুড়ে ছাই হয়ে যায়।.
ক্ষতিগ্রস্ত ওমর ফারুক বলেন, ‘মুহূর্তের মধ্যেই আমার বসতবাড়িরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার বাড়ির সবগুলো ঘর, ঘরের আসবাবপত্র,স্বর্ণালঙ্কার, নগদ ১০ লাখ টাকাসহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। সবকিছু হারিয়ে আমি একেবারেই নিঃস্ব হয়ে গেলাম। পরিবার পরিজন নিয়ে মাথা গুজার ঠাইও আর আমার রইল না। উল্লেখ থাকে যে, ওমর ফারুকের গ্রামের বাড়ি কালিয়া দামিয়া পাড়া। .
সখীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বোরহান উদ্দিন বলেন, ‘খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: